সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

যেভাবে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

টানা দুই হারে বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া। এতে লীগ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে অজিরা। সেই অস্ট্রেলিয়া টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতে নিলো। ফাইনালে হারালো ‘অজেয়’ ভারতকে। চলুন দেখে এক নজরে দেখে নেয়া যাক, কীভাবে চ্যাম্পিয়ন হলো ব্যাগি গ্রিনরা।

রাউন্ড রবিন লীগ
ভারত: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা: নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হারে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
পাকিস্তান: বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩৬৭ রান তোলে অজিরা। জবাবে ৩০৫ রানে অলআউট হয় গ্রিন ক্যাপরা। ৬২ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
নেদারল্যান্ডস: এ ম্যাচে বিশ্বকাপের সবচেয়ে বড় জয় পায় অস্ট্রেলিয়া। দিল্লিতে নেদারল্যান্ডসকে হারায় ৩০৯ রানে।
নিউজিল্যান্ড: ধর্মশালায় অস্ট্রেলিয়ার দেয়া ৩৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩৮৩ রান তোলে ব্ল্যাক-ক্যাপরা। ৫ রানের জয় পায় অজিরা।
ইংল্যান্ড: নিজেদের সপ্তম ম্যাচে ইংল্যান্ডকে ৩৩ রানে হারায় অস্ট্রেলিয়া। আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে ২৮৭ রানের টার্গেট দেয় অজিরা।

জবাবে ২৫৩ রানে থামে ইংলিশদের ইনিংস।
আফগানিস্তান: ওয়াংখেড়েতে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারায় অস্ট্রেলিয়া। ২৯২ রানের টার্গেটে ৩ উইকেটের জয়ে ২০১ রান করেন ম্যাক্সওয়েল।
বাংলাদেশ: পুনেতে বাংলাদেশের দেয়া ৩০৭ রানের জবাবে ৮ উইকেটের জয় পায় অজিরা। ১৭৭ রান করে ম্যাচসেরা হন মিচেল মার্শ।
সেমিফাইনাল: কলকাতায় দক্ষিণ আফ্রিকার দেয়া ২১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। এতে ফাইনালে পৌঁছে অজিরা।

ফাইনাল: আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ভারতের দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অজিরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ