মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

 এম সোহেব জুয়েল :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

 এম সোহেব জুয়েল : বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মো: আদনান আলম খাঁন বাবুকে দেখতে চেয়ে ওই উপজেলার চায়ের দোকান সহ সর্ব মহলে আলোচনা ঝড় ও জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্যস্হময় সময় পারিদিচ্ছেন এলাকার লোকজন। বাবু বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা এবং অবসর প্রাপ্ত জনতা ব্যাংকের ডিজিএম আলহাজ্ব মো :নুরুল আলম খাঁন ফিরোজের পুত্র বাবু ও ডাঃ রাজ্জাক আলী খানের নাতি। তিনি বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের ঐতিহ্যবাহি খান পরিবারে জন্নগ্রহন করেন। তিনি শৈসব কাল থেকেই ছিলেন নম্র ভদ্র বিনয়ী। এবং মানুষের মাঝে পরোপকার করাটাকে বুঝতেন পরম ধর্ম। তারি ধারাবাহিকতায় গ্রামের মানুষের মাঝে তার সাধ্য ও সমর্থ অনুযায়ি বিভিন্ন সময়ে মানুষের মাঝে দান অনুদান সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সহজ সরল মনের মানুষ বাবু। শিশুকাল থেকেই মেধাবী ছিলেন বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়ার কাজ শেষ করেন। জন সেবাকেই তার জীবনে পরম ধর্ম মনে করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের দিকে হাত বাড়িয়ে মানুষের সেবার মধ্য দিয়ে বাকি জীবন কাটাবেন বলে এমনই আশা ব্যাক্ত করেন এলাকার খেটে খাওয়া মানুষ। তিন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে অসহায় ও সাধারণ নিপিড়ীত মানুষের পাশে থেকে নিরালোশ কাজ করে যাবেন বলে মনে করেন ওই এলাকার সাধারন মানুষ সহ খেটে খাওয়া সর্ব স্হতের লোকজন। তিনি ওই এলাকার মানুষের শেষ ভরসা হবেন বলে মনে করেন এলাকার হাজারো মানুষ। করনা কালীন দুর্যোগ মোকাবিলায় খেটে খাওয়া সাধারন মানুষের জন্য কঠিন ভুমিকা রেখে যাওয়া ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় তার সাধ্য ও সামর্থ অনুযায়ি শীত বস্র বিতরণ সহ নানান সমস্যায় সাধারণ মানুষের পাশে থেকে নিরালোস ভাবে কাজ করে গেছেন বাবু। তাকে নিয়ে ওই এলাকার মানুষের মাঝে হাজারো স্বপ্ন। তাই তাকে (বাবু) উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে শেষ ভরসা এবং উপজেলার চেয়ারম্যান হিসেবে তার বিকল্প অন্য কাউকে চিন্তে করেননা তারা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ