শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

গৌরনদীর মাহিলাড়ায় বেপরোয়া গতির বাস খাদে পড়ে নিহত-১ আহত ১০

শেখ রুপা খানম, গৌরনদী
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

শেখ রুপা খানম, গৌরনদী::ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার নামক স্থানে বৃহস্পতিবার রাতে বেপরোয়া গতির ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ভয়াবহ দূর্ঘটনা শিকার হন। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খেয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি বাস বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার নামক স্থানে (ইউনিয়ন পরিসদের সামনে) পৌছলে বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে একাধিক পাল্টি খেয়ে বাসটির ছাদ সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে যায় এ সময় বাস যাত্রী যশোর মনিরামপুর উপজেলার হার্ডওয়ার ব্যবসায়ী সেলিম রেজা (৩৮) ঘটনাস্থলেই নিহত ও গুরুতরভাবে আরো ১০ যাত্রী আহত হন।

 গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে এবং নিহতের লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ