মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

গৌরনদীর সরিকলে ইকরা নুরানী  ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে
গৌরনদী প্রতিনিধি:: গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামের মোঃ খবির বেপারির পুত্র  প্রতিষ্ঠাতা মোঃ রোকন উদ্দিন বেপারীর  উদ্যেগকে সরিকলের  সাকোকাঠিতে  আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে ইকরা নুরানী  ক্যাডেট  মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫) এপ্রিল সকাল ১০ টায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ড বরিশাল বিভাগের সহকারী পরিচালক মোঃ রফি উদ্দিন নজরুল ইসলাম  উপস্থিতিদের মাঝে বক্তব্যে বলেন, আন্ধকার জগতকে আলোকিত করতে দিন ইসলামের বিকল্প অন্য কিছুই চিন্তা করা যাবেনা। তাই প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের দিন ইসলাম কোরআন শিক্ষা দেওয়া। এর ভিতর থেকেই আধুনিক ও ইসলামিক শিক্ষার আদর্শ বয়ে আনবে। এবং পরোপারে দিন ইসলামের ভিতর থেকেই জান্নাত বয়ে আনবে এমনটি জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরনদী ও আগৈলঝাড়া থানার জিম্মাদার মাওলানা আবুল বাসার প্রধান শিক্ষক ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসা , মোঃ মোবারক ফকির, আবদুর রহমান বিশ্বাস, জাহাঙ্গীর নগর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য বাবুল বেপারি প্রমুখ। শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করানোর দৃশ্য লক্ষ করা গেছে। বক্তারা এলাকার ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ও সু শিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রী ভর্তি করতে আহবান জানান।

বিশিষ্ট  সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ এমপি শামীম ওসমান একান্ত সচিব হাফিজুর রহমান মান্না জনান,

বিশ্বায়নের যুগে আধুনিক ও ইসলামী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা নিয়ে কাজ করবে ইকরা নুরানী  ক্যাডেট  মাদ্রাসা । সেই লক্ষে ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত এবং পাঠদান করালে শিক্ষার্থীদের মান ভালো হবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও চালানো হয়ে থাকলে তাদের মাঝে তাই আমাদের কোমলমতি শিশুদেরকে আল্লাহভীরু, ধার্মিক, পরহেজগার, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি।

সম্পর্কে সচেতন, আধুনিক উত্তরাধুনিক বিশ্ব নেতৃত্বের গুনাবলী সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে। ইসলামকে সর্বশ্রেষ্ঠ এবং বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার মত যােগ্য নাগরিক গড়ে তােলার প্রত্যয় কাজ করবে সাকোকাঠি ইকরা নুরানী  ক্যাডেট মাদ্রাসা । প্রতিষ্ঠাতা মোঃ রোকন উদ্দিন বেপারীর কে মহতি উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন  হাফিজুর রহমান মান্না।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ