গতকাল ০৬এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৯৩ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৪জন। আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩০৪জনে দাঁড়ালো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৭০জন,চৌদ্দগ্রাম ০২জন, লাকসাম ০৬জন, লালমাই ০২জন, চান্দিনা ০১ জন, তিতাস ০১ জন,দেবিদ্বার ০২ জন,আর্দশ সদর ০১ জন, সদর দক্ষিণ ০১ জন,বরুড়া ০৩জন, বুড়িচং ০২ জন,দাউদকান্দি ০১ জন,ব্রাক্ষণপাড়া ০১ জন। আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৪৫জন করোনা রোগী। গতকাল ০৬এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৯হাজার ৪৬১জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৮হাজার৫২৮জনের। এর মধ্যে ১০ হাজার ২৪৪জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৪৫৫ এদের মধ্যে নতুন সনাক্ত: ১০।
Leave a Reply