গতকাল ০৪এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৭০ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১১০জন। আজকের রিপোর্টে চারজন মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ৩০২জনে দাঁড়ালো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৫৬জন,চৌদ্দগ্রাম ০১জন, দেবিদ্বার ০২জন, মুরাদনগর ০২ জন,বরুড়া ০১ জন,চান্দিনা ০১ জন,লাঙ্গলকোট ০১ জন,বুড়িচং ০১ জন,ব্রাক্ষণপাড়া ০১ জন,দাউদকান্দি ০২ জন। আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৪৫জন করোনা রোগী। গতকাল ০৪এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৮হাজার ৬৯৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৭ হাজার৯৭১ জনের। এর মধ্যে ১০ হাজার ১১০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৫৬০
এদের মধ্যে নতুন সনাক্ত: ১০।
Leave a Reply