করোনার উচ্চ সংক্রমণে তালিকা এবং আক্রান্তের হার বেড়ে যাওয়ায় কুমিল্লা নগর উদ্যান এবং শিশু পার্কসহ জেলার সরকারি-বেসরকারি সব বিনোদন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া জেলার প্রত্নতাত্ত্বিক স্থান শালবন বিহার ও কোটবাড়ি জাদুঘরসহ জেলার দর্শনীয় স্থান গুলোতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণ রোধে ও জনসমাগম এড়াতে বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন কুমিল্লা জেলা প্রশাসক। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন জানান, হঠাৎ করে আবারো কুমিল্লায় করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়ছে।সেইসাথে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ কয়েকটি জেলা সহ কুমিল্লাকে উচ্চ সংক্রমণের হারের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যার কারণে সংক্রমণ রোধে ও জনসমাগম এড়াতে কুমিল্লা শহরের নগর উদ্যান ও শিশু পার্ক সহ জেলার সকল সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র এবং কোটবাড়ি শালবন বিহার, কোটবাড়ি জাদুঘরসহ সফল প্রত্নতাত্ত্বিক স্থান আপাতত বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে জেলার সকল সিনেমা হল, কুমিল্লা টাউন হল সহ জনসমাগমকৃত জায়গাগুলোতে মানুষের উপস্থিতি সীমিত করা হবে। তিনি আরো জানান, সরকারিভাবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে। কুমিল্লা জেলার প্রত্নতাত্ত্বিক স্থান গুলোর মধ্যে রয়েছে কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার, কোটবাড়ি জাদুঘর, রূপবান মুড়া, ইটখোলা মুড়া উল্লেখযোগ্য।
Leave a Reply