চলছে করোনা পরিস্থিতি তাই আমাদের আগে হতে হবে নিজ দায়িত্বে সচেতন। চলে যাওয়া করোনা আবার ফিরে এসেছে আমাদেরই কারনে। এর জন্য কোন প্রবাসীকে দায়ি করাটা ঠিক হবে না। কারন, আমাদের অসেচতনতার কারনেই করোনা আক্রান্ত প্রসার পাচ্ছে দিনের পর দিন। অন্যান্য দেশের মত আমাদের কারনেই যেন আবার করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আমরা চাই না লকডাইনের মত জীবন জীবিকার পথ বন্ধ করে দিতে। এখনো আমরাই পারি আমাদের সচেতনতাই , আবারো করোনাকে জয় করে নিতে। চলুন আমরা নিজ নিজ দায়িত্বে সচেতন নাগরিক হই। আমরাই পারি অন্যকে সুস্থ রাখতে এবং নিজে সুস্থ্য থাকতে। আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার , হ্যান্ড গ্রাবস ব্যাবহার করি এবং সুস্থ থাকি। করোনাকে ভয় নয় সচেতনতাই জয়। শুরুতে করোনা ভাইরাসে হারিয়েছে অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন, কেউ মা, কেউ বাবা আবার কেউবা হারিয়ে তাদের স্বামী বা বোন।আর আমরা যদি করোনা আক্রান্ত হই তাহলে আমাদের পরিবারের মানুষ গুলো ছাড়া আর কেউই আমাদের পাশে থাকবেনা। আর জাতে আমরা কেউকে না হারাই তাই করোনা পরিস্থিতে দেশ ও সমাজকে সাহায্য করি। যাতে করোনা পরিস্থিতে হিমসিম খেতে না হয়। চলছে গ্রীষ্মকাল, সামনে রোজা তাই আমাদের থাকতে হবে ফিট যেমন ইফতারের সময় খেতে পারি একটু ঠান্ডজনিত খাবার , এবং ফলমূল রাখতে পারি খাবারের তালিকায়। তার সঙ্গে সঙ্গে রাখতে হবে রোগ প্রতিরোধ জনীত খাবার।ভিটামিন ‘সি’ জাতীয় শাক-সবজি ও ফলমূল রাখতে হবে আমাদের খাবার তালিকায়। আমরা সচেতন হয়ে চললে ছড়বেনা করোনা, জনসমগমে কম যাই, গণপরিবহন কম করি, বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরি। এতে কিছুটা হলেও আমরা করোনা আক্রন্ত বাচতে পারবো। তাই আগে নিজে সচেতন হই – অন্যকে সচেতন হতে সাহায্য করি।
রাজীব বনিক___২৬ মার্চ ২১
Leave a Reply