পবিত্র শবে মেরাজ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘মিরাজুন্নবী (সা)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান । শবে মেরাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন— বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply