সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার ব্যবস্থা করাসহ চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন-কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
চার দফা দাবিতে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা গত ১ ফেব্রুয়ারি থেকে আন্দোলন কর্মসূচি শুরু করেন। ওই দিন কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। এরপর গত বুধবার (৩ ফেব্রুয়ারি) জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। একইসঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ এ দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষাবোর্ডে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এতে সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এরপর শাহাবাগ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অবস্থান নেন সেখানে। এক পর্যায়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থীকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। পরে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। এরপর বিকাল তিনটার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে পুলিশ সেখানেও তাদেরকে দাঁড়াতে দেয়নি।
Leave a Reply