ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজেন অধ্যক্ষ প্রফেসর এ,এস,এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় প্রতিটি দিবস যথাযোগ্য মর্যাদায় এবং সরকারি নির্দেশনা মেনে পালন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply