শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়া ও ভর্তি না হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় “আউট অব স্কুল চিলড্রেন” শিক্ষাকর্মসূচী বাস্তবায়ন বিষয়ক অবহিত করণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সংসদস সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, নিবদেন কমপ্লেক্স (নিক) এর নির্বাহী পরিচালক হায়াতুন্নবী মজুমদার। সভায় জানানো হয়, এই কর্মসূচীর আওতায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে জেলার ৫ টি উপজেলার প্রতিটি উপজেলায় ৭০ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে ৮ থেকে ১৪ বছরের ঝড়ে পড়া শিশু-কিশোরদের ভর্তি করে শিক্ষা প্রদান করা হবে। আগামী ৪২ মাস জেলায় এই প্রকল্পের কার্যক্রম চলবে। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫৭ জন অংশগ্রহন করেন। কর্মশালার সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply